বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০ম সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০ম সভা অনুষ্ঠিত

গত ২৫ মার্চ ২০২৫ (মঙ্গলবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০ম সভা সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সভায় সিন্ডিকেটের সম্মানিত সদস্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান জনাব মো. মোজাম্মেল হোসেন, ট্রাস্টের অন্যতম সদস্য কামরুন রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো: শহীদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন উপস্থিত ছিলেন।

এছাড়াওসভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) জনাব মো. মজিবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক (আমন্ত্রিত সদস্য) জনাব মো. শামীম আহসান পারভেজ এবং সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল ।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান জনাব মো. মোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে যেন সকলের অনুপ্রেরণা থেকে কাজ করে যেতে পারে, সে বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলেন।