বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার-এর দশম পর্ব অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার-এর দশম পর্ব অনুষ্ঠিত

গত  ১২ এপ্রিল ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার কথন” শিরোনামে লাইভ ওয়েবিনারের দশম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল , “Transcending Borders: Navigating Reasearch, Professional Growth, and Global Engagement” । অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান। বরাবরের মতো এবারও তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।  

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রাক্তন প্রভাষক মিফতাহুল জান্নাত মৌনী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নূর-এ-সাইয়ারা শ্যামা , সহকারী অধ্যাপক (শিক্ষা ছুটি), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালের এপ্লাইড লিঙ্গুইস্টিক বিভাগে অধ্যয়নরত। এছাড়াও অতিথি হিসেবে যোগদান করেছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা ছুটি), কানিজ তাহেরা। তিনি বর্তমানে মাস্টার্স স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির সাথে যুক্ত আছেন।  এবারের ওয়েবিনারের মূল আলোচ্য বিষয় ছিলো বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থী এবং গবেষকদের জন্য শিক্ষা ও গবেষণা বিষয়ক দিকনির্দেশনা এবং ব্যাক্তি ও কর্ম ক্ষেত্রে সমন্বয় সংক্রান্ত পরামর্শ।

 এবারের সম্মানিত অতিথি, নূর-এ-সাইয়ারা শ্যামা নিষ্ঠার সাথে ইএলটি গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি তার ব্যাক্তিগত গবেষণা সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং ইএলটি ও এপ্লাইড লিংগুইস্টিকস্‌ গবেষণা ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি নিজে কিভাবে কর্ম ও ব্যক্তিগত জীবনের সমন্বয় সাধন করেন সেটিও তুলে ধরেন।

অনুষ্ঠানের আরেকজন অতিথি কানিজ তাহেরা বর্তমানে ইংরেজী সাহিত্য নিয়ে গবেষণায় নিয়োজিত। পাশাপাশি তিনি শিক্ষকতার সাথে যুক্ত আছেন। তিনিও তার বিষয় কেন্দ্রীক গবেষণা ক্ষেত্রে তার ব্যাক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। এই সময় তিনি ইংরেজী সাহিত্য ও ভাষা কেন্দ্রীক গবেষণা ক্ষেত্রে সাম্ভাব্য চ্যালেঞ্জ এবং সু্যোগের বিষয়ে আলোকপাত করেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি গবেষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সাম্ভাব্য সমাধান নিয়েও তিনি আলোচনা করেন।

এবারের পর্বে শিক্ষার্থীরা সরাসরি অতিথিদের প্রশ্ন করার সুযোগ পায়। এবারের অতিথিবৃন্দ সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও তারা কমেন্ট বক্সে শিক্ষার্থীদের করা উচ্চশিক্ষা ও গবেষনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ প্রশ্নের উত্তর দেন এবং আনুষাঙ্গিক আরও অনেক বিষয়ে আলোচনা করেন। বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষনার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের করনীয় ও বর্জনীয় দিকগুলোর উপরেও তারা আলোকপাত করেন; সঙ্গে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।   

সম্পূর্ণ অনুষ্ঠানটি বিভাগের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিভাগের বর্তমান কর্মরত শিক্ষকমন্ডলী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটেরও অধিক সময় ধরে চলা এই ওয়েবিনারের শেষ পর্যায়ে বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনামূলক কথা বলেন এবং এবারের অনুষ্ঠানের অতিথিসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।