রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।

শুভ নববর্ষ-১৪৩২ উদযাপন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

‘অগ্নিস্নানে শুচি হোক ধরা….’

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।

 

অনুষ্ঠানের সূচনা হয় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বর থেকে শুরু হয়ে গোলচত্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা হয়ে খেলার মাঠে এসে শেষ হয়। নানা রং এর পোশাক পরিধান করে, পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ শোভাযাত্রায় অংশ নেন এবং “এসো হে বৈশাখ” গানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

 

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন আমবাগানে শুরু হয় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন আমবাগানে ছিল হরেক রকমের খাবারের দোকান, যেখানে নানা প্রকার দেশীয় খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। এছাড়াও দোকানগুলোতে গ্রাম বাংলার প্রাচীন লোকজ সংস্কৃতির ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছিল।  

 

দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।