Inter Department (Sociology) Debate Compitition

Inter Department (Sociology) Debate Compitition

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত “আন্তঃসেমিষ্টার বিতর্ক প্রতিযোগিতা” এর ফাইনাল অনুষ্ঠিত


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত “আন্তঃসেমিষ্টার বিতর্ক প্রতিযোগিতা”- এর ফাইনাল পর্ব ৩ আগষ্ট, ২০১৬ দুপুর ৩:৩০ মিনিটে কাজলা ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশ গ্রহণ করে সমাজবিজ্ঞান বিভাগের ১ম ও ৬ষ্ঠ ব্যাচের  শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ী হয় ১ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সানজিদা আক্তার ।  

 বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী এবং সভাপতিত্ব করেন  সমাজবিজ্ঞান  বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান  বিভাগের  শিক্ষক ড. মো: তৌফিকুজ্জামান, শেখ সেমন্তি এবং ড. সুমনা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের শিক্ষক মো: রিয়াজুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা।