বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত “আন্তঃসেমিষ্টার বিতর্ক প্রতিযোগিতা” এর ফাইনাল অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত “আন্তঃসেমিষ্টার বিতর্ক প্রতিযোগিতা”- এর ফাইনাল পর্ব ৩ আগষ্ট, ২০১৬ দুপুর ৩:৩০ মিনিটে কাজলা ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশ গ্রহণ করে সমাজবিজ্ঞান বিভাগের ১ম ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ী হয় ১ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সানজিদা আক্তার ।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী এবং সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো: তৌফিকুজ্জামান, শেখ সেমন্তি এবং ড. সুমনা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের শিক্ষক মো: রিয়াজুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা।