Varendra University team in Science Fiesta-2016, RU

Varendra University team in Science Fiesta-2016, RU

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ `Project Show Competition-2016’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার

গত ১২-১৩ই নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত `ACI-RUSC Science Fiesta-2016’ প্রোগ্রামে আইসিটি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম। অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য ইভেন্ট ছিল `Project Show Competition-2016’ যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মোট ৪টি টিম অংশ গ্রহণ করে এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল টিমকে পেছনে ফেলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের `Not less Than’ টিমটি প্রথম স্থান অধিকার করে।

উল্লেখ্য যে, IUT ROBOTIC Competition-2016, `ESONANCE’-এ ১১৭টি টিমের মধ্যে ১৫টি টিম মোট ৪টি ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে ৩টি ক্রিটিক্যাল পয়েন্ট সফল ভাবে অতিক্রম করে এবং তাদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের `Not less Than’ টিমটি চ্যাম্পিয়ন হয়। টিম মেম্বার মাহমুদ হাসান, মো: সানোয়ারুল ইসলাম এবং মো: আরমান আজাদ।