British Council Active Citizens Youth Leadership Taining

British Council Active Citizens Youth Leadership Taining

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শেষ

প্রেস বিজ্ঞপ্তি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৪ ডিসেম্বর রোজ রবিবার ব্রিটিশ কাউন্সিল ও সেন্টার ফর কমিউনিকেশন ডেভেলপমেন্ট (সিসিডি), বাংলাদেশ এর যৌথ আয়োজনে তরুণদের নেতৃত্ব বিকাশ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। তিনি বলেন, জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্য স্থির করে প্রশিক্ষণকে মূলধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

‘অ্যাক্টিভ সিটিজেনস ইউথ লিডারশিপ ট্রেইনিং’ শীর্ষক এই কর্মসূচীতে শিক্ষার্থীদের পরিচয়স্বত্তা ও সংস্কৃতি, বিশ্ব শান্তি ও সহনশীলতা, স্থানীয় সমাজ সম্পর্কে জ্ঞান ও উপলব্ধি, সক্রিয় নাগরিকত্ব, শিক্ষার্থী হিসেবে স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ, টেকসই উন্নয়ন, প্রকল্প পরিকল্পনা, নেতৃত্ব ও ব্যবস্থাপনা’ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি গত ১ডিসেম্বর শুরু হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের  ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর মো: শহীদুর রহমান, প্রক্টর ও ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব মো: আকরাম হোসেন, সিসিডি, বাংলাদেশ’র জয়েন্ট ডিরেক্টর শাহানা পারভীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর খ. তাহমিন আশরাফী শুভ্র এবং ট্রেনিং কো-অর্ডিনেটর মেহেদী হাসান ।