বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপী ‘সিএসই ফেস্ট-২০১৬’ ৭ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের তালাইমারির সিএসই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সূচীর প্রথম দিনে আইটি প্রতিযোগিতা বিভাগে থাকছে প্রোগ্রামিং কন্টেস্ট, আইসিটি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড এবং প্রজেক্ট শো। দ্বিতীয় দিনে থাকছে গেমিং কন্টেস্ট, পুরুষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. শামীম আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এই ফেস্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।