CSE Fest 2016 Prize Giving Ceremoney

CSE Fest 2016 Prize Giving Ceremoney

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপী  ‘সিএসই ফেস্ট-২০১৬’ অনুষ্ঠিত হয়। আজ ৮ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের তালাইমারির সিএসই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. শামীম আহমদ এর সভাপতিতে¦ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান  জনাব হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হোসেন, সেক্রেটারি জেনারেল জনাব এ.কে.এম কামরুজ্জামান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পুথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য দক্ষতা ও প্রয়োজনীয় গুনাবলী অর্জনের মাধ্যমে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া যায়।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে বিজ্ঞানের যে পরিবর্তন হবে সেই অনুযায়ী নিজেদের এখনই তৈরি করতে হবে।” অনুষ্ঠান সূচীর প্রথম দিনে আইটি প্রতিযোগিতা বিভাগে ছিল প্রোগ্রামিং কন্টেস্ট, আইসিটি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড এবং প্রজেক্ট শো। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরষ্কার তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যায়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান।

ছবির ক্যাপশন: বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান।