শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। কাজলা ভবন থেকে প্রভাত ফেরী বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে ঢুকে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, ব্যবসায় প্রশাসন ও আইন অনুষদের ডীন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন, সামজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আনিসুর রহমান, ইংরেজী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর মো. শহীদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।