বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৬ই ডিসেম্বর সকাল ৯.৩০ টায় আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য "Skills on Trial Advocacy"- শিরোনামে একটি কর্মশালা কাজলা ভবনে অনুষ্ঠিত হয়েছে । কর্মশালায় অংশগ্রহন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীরা । উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য, এ্যাড: মো: ইয়াহিয়া, এবং রাজশাহী জজকোর্টের সিনিয়র এ্যাড: এ.এন. মোতাসিম বিল্লাহ্। আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের আইন পেশার বিভিন্ন দিক সম্বন্ধে জ্ঞান লাভ করে।