Seminar, Department of Sociology

Seminar, Department of Sociology

২২শে ডিসেম্বর, বুধবার দুপুর ১২:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্র. ড.এম সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্র. ড. এম ওসমান গনি তালুকদার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন প্র.ড.তারিক সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্র. ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

সেমিনার উপস্থাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সুমনা আকতার এবং ড. মো: তৌফিকুজ্জামান। ড. সুমনা আকতার  ‘গ্রামীণ মহিলাদের সামাজিক কলঙ্ক: ধরণ ও প্রভাব’ শীর্ষক শিরোনামে তাঁর পি.এইচডি গবেষণার ফলাফল উপস্থাপন করেন। ড. মো: তৌফিকুজ্জামান ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রামীণ মহিলাদের প্রসূতি সেবা গ্রহনের প্রকৃতি’ শীর্ষক শিরোনামে তাঁর পি.এইচডি গবেষণার ফলাফল উপস্থাপন করেন। সেমিনার সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।