ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহে বিপর্যস্ত রাজশাহী নগরীর সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ‘মানুষ মানুষের জন্য’ সেøাগানকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতিহার থানার অন্তর্ভূক্ত দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । শীতবস্ত্র বিতরণের মূল অঞ্চলগুলো হচ্ছে কাজলা, ধরমপুর, সুইটের মোড়, ফুলতলা এবং পদ্মার পাড়। উক্ত অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের একটি তালিকা তৈরি করা হয়। তারপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেইসব অঞ্চলের দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিষ্ঠিত সেখানকার শীতার্ত গরীব-দুখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ সরকারের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ শহীদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে কাজলা ক্যাম্পাসে শিক্ষার্থীরা শীতার্তদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করেন।