বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গত ৩১ জানুয়ারী বিকেল ৩.৩০ মিনিটে তালাইমারি ক্যাম্পাসে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের বিষয়বস্তু ছিল, “ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ফর রুরাল কমিউনিটি ইন বাংলাদেশ।” সেমিনারে কী-নোট উস্থাপন করেন ড. শাহ জাহান মিয়া, সিনিয়র লেকচারার, কলেজ অব বিজনেস, ভিক্টোরিয়া ইউনির্ভাসিটি, মেলবোর্ন অষ্ট্রেলিয়া। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। সেমিনারে উপস্থিত ছিলেন ট্রিপল-ই বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর, মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সিএসই ও ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা।