শিক্ষার্থীদের শিক্ষা-পরবর্তী ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত VU Career Center-টি গত ২৯ জানুয়ারী, ২০১৭ যাত্রা শুরু করে। Career Center-টি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল হোসেন চৌধুরী সহ Career Center-এর অন্যান্য সদস্যবৃন্দ। মূলত শিক্ষার্থীদের ইংরেজী ভাষায় পারদর্শী করে তোলা, যুগপোযোগী কাজের ধারাবাহিকতায় কম্পিউটারের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষনসহ শিক্ষা-পরবর্তী জীবনের সঠিক পথ নির্নয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে VU Career Center-টি গঠন করা হয়েছে।