বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আজ ১৬ ফেব্রুয়ারী সকাল ১১.০০-টায় তালাইমারি ক্যাম্পাসে আইসিটি মন্ত্রনালয় এবং “Women In Digital (WIDBD)” কর্তৃক প্রথমবারের মত আয়োজিত “National Hackathon for Women 2017” প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন দলটিকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান-সূচক পুরষ্কার প্রদান করা হয়।এই Hackathon-এর উদ্দেশ্য হল, “আইসিটি ওয়ার্ল্ডে নারীদের পদচারনা এবং তাদের সৃষ্টিশীল চিন্তা ও কর্মকান্ডের মাধ্যমে জাতির উন্নয়ন সাধন করা।” উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা। ১০ও ১১ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে “Institution Of Diploma Engineers, Bangladesh (IDEB)”-তে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই. বিভাগের “VU_Homepage” নামের অংশগ্রহনকারী দলটি “Corruption” ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এই দলে অংশগ্রহনকারী সদস্যরা হলেন, এস,এম রোকেয়া আক্তার, আল রেহেনা মাকসুদা এবং সালমা আজমেরি।