মহান শিক্ষক দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, সকাল ৮.০০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত হন। এরপর ক্যাম্পাস থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। শোক শোভাযাত্রায় অংশগ্রহন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।