ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
সকাল ৭.৪৫ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে প্রভাতফেরি বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম এবং প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান এবং জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মোঃ মশিহুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম সাইদুর রহমান খান ইউনেস্কো অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“মাতৃভাষা মায়ের মত তাই এদেশে প্রচলিত সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তবেই ঘটবে সংস্কৃতির বিন্যাস এবং বিস্তার। প্রত্যেক ভাষাই তার স্বকীয়তা ও অবস্থান নিয়ে প্রচলিত থাকলেই এই দিবসের প্রচলন সফল হবে।”
এ অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে বাংলা বানান ও মহান একুশের উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মনোজ্ঞ সাংস্কিৃতিক অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।