“সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা”এই অঙ্গীকারকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ৬ই মার্চ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে একটি সেমিনার অনুিষ্ঠত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মতিহার থানার ওসি (তদন্ত) জনাব মোঃ মাহবুবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।
প্রধান আলোচক অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকেই সন্ত্রাস ও মাদক বিরোধী প্রতিকারের ধাপগুলো বের করে নিয়ে আসেন। এই আলোচনায় তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে, শুধু সরকার বা প্রশাসন নয় বরং সকল শিক্ষার্থী সর্বাত্মক ভাবে সচেতন হলেই সন্ত্রাস ও মাদককে প্রতিহত এবং প্রতিকার করা সম্ভব।