আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন

আজ ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক দিন। আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। গত ৮ মার্চ ২০১৭ তারিখে আন্তঃবিভাগ ক্রিকেট  টুর্নামেন্ট শুরু হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০-টায় রুয়েট  মাঠে অনুষ্ঠিত চরম উত্তেজনাময় এই খেলায় ব্যবসায় প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
টসে জিতে ইংরেজী বিভাগ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারে ব্যবসায় প্রশাসন বিভাগ ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ইংরেজী বিভাগ নির্ধারিত ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান করে । ফলে ব্যবসায় প্রশাসন বিভাগ ১১ রানে জয়লাভ করে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ শামসুল আরেফিন এবং ইংরেজী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর শহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আজকের ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের খেলোয়াড় তাশরিফ ইকবাল তুর্য্য। এই টুর্নামেন্টে ব্যাটস্ ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের খেলোয়াড় ইফতিয়াজ আহমেদ চন্দন এবং বোলার অব দি টুর্নামেন্ট হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের খেলোয়াড় রোমান। টুর্নামেন্টের শীর্ষ দুই দলের মধ্যে পুরস্কার তুলে দেন উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান।