গত ১৩ এপ্রিল ২০১৭ তারিখে দুপুর ১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খানের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সৌজন্য সাক্ষাত করেন। এই সময়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা দপ্তরে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পারস্পরিক কুশল বিনিময়ের পর ক্ষুদ্র চা-চক্রের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এরপর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরীর নিকট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ও গবেষণাধর্মী কাজের উন্নতি কল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে ছবি তোলেন।