গত রবিবার ২৩ এপ্রিল ২০১৭ সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪র্থ সভা বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, প্রফেসর ড. এস. এ. হায়দার, মো: মোজাম্মেল হোসেন, মিসেস কামরুন রহমান খান, মোহাম্মদ আলী দ্বীন, প্রফেসর ড. আতফুল হাই শিবলী, প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন, প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব মুহাম্মদ রায়হান ফেরদৌস।
সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। সভায় একাডেমিক ও প্রশাসনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক মনোনিত অডিট ফার্ম দ্বারা ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরের আয়-ব্যয় সংক্রান্ত রিপোর্ট গৃহীত হয়।