গত ১৫ এপ্রিল ২০১৭ তারিখে ২৩টি দলের অংশগ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়ে গেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০১৭। ‘সিএসই’ বিভাগের প্রোগ্রামিং ক্লাব আয়োজিত এবারের আসরের বিজয়ী দলগুলো হচ্ছে ভিইউ টার্বুলেন্ট(সিনিয়র ডিভিশন), ইনফিনিটি কোড(জুনিয়র ডিভিশন) এবং ইনভিন্সিব্ল(সেরা গার্লস টিম)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী এবং কন্টেস্ট ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. শামীম আহমদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা।
এবারের প্রতিযোগীতায় ১০টি প্রবলেম দেয়া হয়েছিল। প্রবলেম সেটার ছিলেন সিএসই বিভাগের প্রভাষক মো: আশরাফুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র রায় এবং সানজীর উদ্দিন শিশির। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কন্টেস্ট চলে। প্রতিযোগীতা শেষে সম্মানিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।