বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গত ১৪ মে ২০১৭ “মডার্ন অফিস ম্যানেজমেন্ট এ্যান্ড প্রফেশনাল এটিকেট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় আলোচক এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন রানার গ্রুপের মহাব্যাবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) খাঁন সরফরাজ আলী।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো: শামীম আহসান পারভেজ এবং রেজিস্ট্রার মুহাম্মদ রায়হান ফেরদৗস। সমাপনী পর্বে অংশ্রগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।