বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গত ২-৩ মে ২০১৭ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। উন্নত পাঠদান পদ্ধতি, শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণ ও শিক্ষকদের কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় আলোচক এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ ও অভিজ্ঞ শিক্ষকম-লী।
শিক্ষকের গুণাবলী, কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থী কাউন্সেলিং, উন্নত পাঠ পরিকল্পনা প্রণয়ন, আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা, প্রশ্ন প্রণয়ন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান-দক্ষতার মূল্যায়ন পদ্ধতি, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ধাপ ও কৌশল ইত্যাদি বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের সাথে মত বিনিময় করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।