গত ৬ জুন ২০১৭ সকাল ১১:৩০ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে সামার-২০১৭ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ¦ল ভবিষ্যৎ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে নবীনদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করা হয় এবং বিদায়ীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সম্মাননা জানানো হয়। নবীনদের মধ্য থেকে একজন এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন বক্তব্য প্রদান করে। সবশেষে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সাথে ফটোসেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।