গত ১৯ জুন ২০১৭ সকাল ১০টায় “একটি রঙ্গিন জামা” এই স্লোগানকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্য, ঈদ সেলামী ও ঈদ-বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপ উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ সরকারের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রক্টর মো: আকরাম হোসেন ও সি,এস,ই বিভাগের প্রভাষক সহকারী প্রক্টর ফয়সাল ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন, ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়া, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক রিয়াজুল ইসলাম ও শেখ সেমন্তি, আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক রাবিতা রেজওয়ানা, সি,এস,ই বিভাগের প্রভাষক নাকিব আমান তুর্য, পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আব্দুল আউয়াল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।