ইংরেজী বিভাগের বর্ষাবরণ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজন

ইংরেজী বিভাগের বর্ষাবরণ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের উদ্যোগে আজ ২০ জুলাই ২০১৭ সকাল ১১টায় বর্ষাকালকে স্বাগত জানিয়ে বর্ষাবরণ ও উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর মো: শহীদুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো: শামীম আহসান পারভেজ। এই বর্ষাবরণ ও নবীন বরণ অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষার্থীদের উপস্থাপনায় পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ইংরেজী বিভাগের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।” ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে বর্ষাবরণ ও নবীন বরণ অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে।