আজ ০৩ আগষ্ট ২০১৭ দুপুর ১২টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের উদ্যোগে একটি ভিন্নধর্মী বিজ্ঞাপন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মাহমুদা সুলতানা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক মো: শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.শিব শংকর রয় এবং সহকারী অধ্যাপক রুদ্রেন্দু রয়সহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এই বিজ্ঞাপন প্রতিযোগিতায় ৩১টি বিজ্ঞাপনের মধ্যে চুড়ান্ত পর্বের জন্য নির্ধারিত হয় ১৪টি বিজ্ঞাপন। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে বিজয়ী হন এ. এম. গোলাম মুসাব্বির ও তার দল।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন,“এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সমাজের সকল মানুষকে উজ্জীবিত করে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
সম্মানিত অতিথিরা অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের হাতে সম্মানসূচক সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেন।