বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্বোধন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্বোধন

গত ০৮ অক্টোবর’২০১৭ সকাল ১০.৩০মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েরকাজলা ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি(ভি ইউ পি এস)-এরশুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় সেক্রেটারী জেনারেল এ.কে.এম. কামরুজ্জামান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক মো: শামীম আহসান পারভেজ ও ভি ইউ পি এস-এর মর্ডারেটর কানিজ হাবিবা আফরিন ।


আজ “ভি ইউ পি এস”-এর কার্যকরী পর্ষদর নাম ঘোষিত হয়। প্রেসিডেন্ট- কে এম আস-আদ বিন করিম, ভায়েস প্রেসিডেন্ট- ইমরুল কায়েস, জেনারেল সেক্রেটারী- মাহী বিন হারুন, জয়েন্ট সেক্রেটারী- সাজ্জাদুর শোভন, ট্রেজারার- বাদশাহ্, এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার- সুমন, পাবলিক রিলেশন- তারিন আল রাহাবাত এবং ফটো ওয়াক ম্যানেজার- মো: আবু তারেক রিশাদ।


ভি ইউ পি এস -এর আমন্ত্রনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ফটোগ্রাফি সোসাইটির স্বনাম ধন্য  ব্যক্তিবর্গ- “ড্রীম ওয়েভারের” জুবায়ের হোসেন, শুভ, নাফিস ও রাফি,  “রাজশাহী ফটোগ্রাফি সোসাইটির” প্রেসিডেন্ট পরাগ, “ফটো ওয়েড”-এর সুমন ও তানভির, “স্বপ্নের ফ্রেম”-এর তমাল দাস এবং জি এম মেহেদী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ‘ভি ইউ পি এস’ আয়োজিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য প্রসিদ্ধ ফটোগ্রাফারদের তোলা ছবির প্রদর্শনী পরিদর্শন করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।