বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের একটি ব্যতিক্রমধর্মী সেমিনার আয়োজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের একটি ব্যতিক্রমধর্মী সেমিনার আয়োজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব  আজ ৫ অক্টোবর’২০১৭ তারিখে একটি ব্যতিক্রম ধর্মী সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের বিষয় ছিল ÒWays to overcome Depression and Focus on life’s Goals” এই সেমিনারে বক্তা হিসাবে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: আবিদ হাসান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ৫ম সেমিষ্টারের শিক্ষার্থী মো: জাহিদ হাসান।


বিজনেস ক্লাব সব সময় শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকে। শিক্ষার্থীদের বিভিন্ন কারণে হতাশায় ডুবে না থেকে জীবনের সঠিক লক্ষ্যে পৌছুতে যে সকল কাজ করা প্রয়োজন সে সকল বিষয়ই  ছিল এই সেমিনারের আলোচ্য বিষয় বস্তু।সেমিনারটি সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তন্বী রাণী দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের সভাপতি মো: জয়নুল আবেদিন জয় এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ ক্লাবের সদস্যবৃন্দ।