বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কাউন্সিলের ফুল ফান্ড স্কলারশিপ অর্জন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কাউন্সিলের ফুল ফান্ড স্কলারশিপ অর্জন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের কৃতি শিক্ষার্থী ধীমান মাহমুদ খান অমীয় চীনের রাজধানী বেইজিং-এর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বেইজিং -এ দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে পড়তে যাচ্ছেন। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কাউন্সিলের ফুল ফান্ড স্কলারশিপ অর্জন করে ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য ইউএসটিবি-তে যাচ্ছেন অমীয়।


অমীয় সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী হতে এসএসসি পাশ করেন, রাজশাহী গভঃ সিটি কলেজ হতে বিজনেস স্টাডিজ বিষয়ে এইচএসসি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে বিবিএ ডিগ্রী অর্জন করেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী তথা বাংলাদেশের একজন কৃতি সন্তান হিসাবে চীনে পড়াশোনার পাশাপাশি অমীয় বিভিনড়ব কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করে চৈনিক সংষ্কৃতির সামনে বাংলাদেশের সংষ্কৃতি ও ঐতিহ্যকে উপস্থাপন করার সুযোগ পাবেন ।


অমীয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মোঃ জামাত খানের একমাত্র সন্তান।
অমীয় তার এই অর্জনে সৃষ্টিকর্তা, বাবা-মা, শিক্ষকমন্ডলী, সহপাঠী ও তার বন্ধুদের প্রতি বিশেষ