বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঢাকার সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল পরিদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঢাকার সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল পরিদর্শন

রাজশাহীতে অবিস্থত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় পাঁচটি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শন করেছে।
বিভাগের শিক্ষক আমিনুল ইসলামের নেতৃত্বে ষষ্ঠ ও নবম সেমেস্টারের ২৫ জন শিক্ষার্থীর দলটি গত বৃহস্পতি বার (৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধারা এলাকায় অবস্থিত অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম, ইংরেজি দৈনিক ডেইলি সান, বাংলা দৈনিক যুগান্তর, টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন লিমিটেড ও এফএম রেডিও চ্যানেল রেডিও ক্যাপিটাল-এর বিভিন্ন স্তরের কার্যক্রম প্রত্যক্ষ করে।


গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় সাংবাদিকগণ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকা- ঘুরিয়ে দেখান এবং কাজের বাস্তব ধরন সম্পর্কে ধারনা দেন।  ফলে শিক্ষার্থীরা সংবাদ কক্ষে কাজের সংস্কৃতি, গণমাধ্যম প্রতিষ্ঠানের সার্বিক কর্মকা- এবং পেশাদার সাংবাদিকদের পেশাগত কাজের ধরন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে।
পাঠ্যক্রমের অংশ হিসেবেই এই বিভাগ প্রচলিত শ্রেণীকক্ষ আলোচনার বাইরে এধরনের হাতেকলমে প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনের আয়োজন করে থাকে।  

অনলাইন নিউজ এবং দৈনিক পত্রিকার লিংক:

http://www.daily-sun.com/printversion/details/267482/Varendra-Univstudents-visitdaily-sun-office

http://www.banglanews24.com/national/news/bd/616077.details#.WgRtd6ZZzZ0.facebook