গত ১২ নভেম্বর ২০১৭ বিকেল ৩টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি ক্যাম্পাসে ইইই ও সিএসই বিভাগের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং বিষয়ে কানাডায় উচ্চশিক্ষার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন প্রফেসর ড. মনজুর কবির, কনেস্তগা ইন্সটিটিউট অফ টেকনোলজি এ্যাান্ড এ্যাডভান্সড লার্নিং, কেমব্রীজ, ওন্টারিও, কানাডা।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন ইইই ও সিএসই বিভাগের কোঅর্ডিনেটর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইইই ও সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।