বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ”মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সারা দেশের সাথে একাত্মতা প্রকাশ করে গত ২৫ নভেম্বর ২০১৭ তারিখ সকাল ১০.৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি ক্যাম্পাসে সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি তালাইমারি মোড় ঘুরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।
এই আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার এবং
মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান / কোঅর্ডিনেটরসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।