গত ২৩ নভেম্বর ২০১৭ ইং তারিখ দুপুর ১২টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি ক্যাম্পাসে বিজনেস ক্লাবের আয়োজনে অন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয়বস্তু ছিল “একাত্তরের মুক্তিযুদ্ধ একটি অসমাপ্ত যুদ্ধ।” পক্ষে-বিপক্ষে যুক্তিতর্কের মধ্য দিয়ে দুই দলের বিতর্ক বেশ জমে ওঠে। পরিশেষে ব্যবসায় প্রসাশন বিভাগের নবম সেমিস্টারের দল “বিজয় একাত্তর” চ্যাম্পিয়ন হয়। বিচারক হিসাবে ছিলেন ব্যবসায় প্রসাশন বিভাগের সহকারি অধ্যাপক মো: শাহরিয়ার হোসেন তালুকদার, প্রভাষক আতিয়া আহমেদ ও প্রভাষক অনিমা কর্মকার। অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন ব্যবসায় প্রসাশন বিভাগের প্রভাষক মো: আবিদ হাসান।
এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যবসায় প্রসাশন বিভগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ মতিউর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় সেক্রেটারি জেনারেল এ কে এম কামরুজ্জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রসাশন বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রতিযোগিতা শেষে সম্মানিত অতিথিগণ প্রতিযোগিদের হাতে পুরষ্কার তুলে দেন।