গত ২৬ নভেম্বর, ২০১৭ তারিখে শুরু হওয়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ আয়োজিত আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৯ নভেম্বর ২০১৭ তারিখ দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে। খেলায় চ্যাম্পিয়ন হয় উক্ত বিভাগের ৩য় সেমিস্টার এবং রানারআপ হয় ১ম ও ২য় সেমেস্টারের যৌথ দল।
ফাইনাল খেলা উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী পরবর্তিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: শহীদুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ এম. ওসমান গনি তালুকদার। সমগ্র ট্যুর্নামেন্টের আহ্বায়ক ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মোঃ সাদী।