বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন


‘বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ূক সকল প্রাণে’ শ্লোগানকে সামনে রেখে ১৬ ডিসেম্বর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৮.৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাস থেকে বিজয় র‌্যালি বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটক দিয়ে প্রবেশ করে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় শহীদ মিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরপরই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাব ছোট্টস্বপ্ন,  মুটকোর্ট ক্লাবসহ বিভিন্ন ক্লাব পুষ্পস্তবক অর্পণ করে। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা  প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজয় দিবস উদ্যাপন কমিটির অহবায়ক ইংরেজী বিভাগের সহকারী  অধ্যাপক মো: আকরাম হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, জার্নালিজম, কম্যুনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান এবং আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকগণ ভাষা আন্দোলন, সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের ইতিহাস, তরুন প্রজন্মের দেশের প্রতি কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য যে,  শিক্ষক, শিক্ষাথী, কর্মকর্তার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত কর্মসূচী সমাপ্ত হয়।