শহীদ বুদ্ধিজীবী দিবসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আজ সকাল ৮.৩০মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে। কাজলা ভবন থেকে র‌্যালী বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে প্রবেশ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর   শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনর এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, সামজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো: মহিউদ্দিন, প্রক্টর মো: শাহরিয়ার হোসেন তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।