গত ১৫ ফেব্রুয়ারী ২০১৮ সন্ধ্যা ৬.৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারী ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি অনার্স প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার।
বিভিন্ন পেশায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সময় স্বল্পতার কথা মাথায় রেখেই শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুঠির দিন অর্থাৎ শুক্রবার সারাদিন ও বৃহস্পতি এবং শনিবারে সন্ধ্যায় ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ইইই ও সিএসই বিভাগের জন্য এই বিএসসি অনার্স প্রোগ্রামটি শুরু হলেও খুব শিঘ্রই ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্যও অনার্স প্রোগ্রাম শুরু হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কি? ও কেন ? – এই বিষয়ে পাওয়ার পয়েন্টে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ মহিউদ্দিন। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সিএসই বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো: খাদেমুল ইসলাম মোল্যা এবং ইইই বিভাগের কোঅর্ডিনেটর মুহাম্মদ সাজ্জাদুর রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই ও সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।