মহান শিক্ষক দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, সকাল ৭.৪৫ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত হন। এরপর ক্যাম্পাস থেকে একটি শোকর্যালী বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। এখানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সিদ্দিকুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: মহিউদ্দিন, জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো: আকরাম হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহরিয়ার হোসেন তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।