১৭ ফেব্রুয়ারি’ ২০১৮ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট স্বপ্ন”-এর উদ্যোগে অসহায় পথশিশুদের সাহায্যের জন্য নগরীর মেহের চন্ডী উচ্চ বিদ্যালয় ও ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রক্তের গ্রুপ ও রক্তের চাপ নির্ণয় ক্যাম্পেইন করা হয় । ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ পারভিন সাবানা ,এবং মেহেরচন্ডী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ছোট্ট স্বপ্ন-এর সভাপতি মোঃ রুবেল মন্ডল,সহ-সভাপতি ফারিহা বিনতে জামান।সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান(ঈশান), সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাফি,এবং ছোট্ট স্বপ্নের সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পথ-শিশুদের অক্ষর জ্ঞান সম্পন্ন করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন œবিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গত ১৮ এপ্রিল-২০১৫ খৃ: “ছোট্ট স্বপ্ন” যাত্রা শুরু করে। নগরীর কাজলাএলাকায় চালু হওয়াএকবছর মেয়াদি এই বিদ্যালয়ে ৬০জনের বেশি পথশিশু পড়ালেখার সুযোগ পেয়েছে। বর্তমানে কাজলা কে.ডিক্লাবের পাশে ৬০ জন পথশিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে। মেয়াদ শেষ হলে একই নামে ভিন্ন এলাকায় পথশিশুদের জন্য সংগঠনটি নতুন করে কাজ করবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।