নবীনবরণ, বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮

নবীনবরণ, বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮

১৪ই ফেব্রুয়ারি’ ২০১৮ সকাল ১১.০০ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ফার্মা-বি ক্লাবের পক্ষ হতে নবীনবরণ, বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজশাহীর পদ্মা নদীর তীরে অবস্থিত সীমান্ত অবকাশ সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। সাথে ছিল ফার্মেসী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. একরামুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম সাইদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মির্জা মো: আনোয়ারুল বাসেদ ও টিম ফার্মাসিটিক্যালসের প্লান্ট হেড মো: আমিনুর রহমান । বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল হয়।