বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস উদযাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বায়নে অধ্যাপক এম. সাইদুর রহমান খান-কে সম্মাননা প্রদান অনুষ্ঠান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস উদযাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বায়নে অধ্যাপক এম. সাইদুর রহমান খান-কে সম্মাননা প্রদান অনুষ্ঠান

২১ ফেব্রুয়ারি’২০১৮ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

সকাল ৭.৪৫ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে প্রভাতফেরি বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং এ্যানেক্স ভবনে ২১ শে ফ্রেবুয়ারি কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড.এম. সাইদুর রহমান খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচকগণ একটি জাতি বা গোত্রের জন্য মাতৃভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কতটুকু গুরুত্ব বহন করে সে সকল বিষয় নিয়ে উপস্থিত শিক্ষার্থী এবং অতিথিদের মাঝে আলোচনা করেন। সেই সাথে প্রফেসর ড.এম. সাইদুর রহমান খান-এর বর্ণিল ও সফল কর্মময় জীবনের বর্ননা দেন।
প্রফেসর ড.এম. সাইদুর রহমান খান তাঁর বক্তব্য প্রদানের সময় ১৯৯৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি লাভের আশায় ছয় সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসাবে যে সকল উল্লেখযোগ্য ঘটনার সম্মুখিন হোন তার বর্ণনা দেন। তিনি দু’জন মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেন যারা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বায়নের চিন্তা করেন সর্ব প্রথম। তাঁরা হলেন কানাডা প্রবাসী জনাব রফিকুল ইসলাম এবং জনাব আব্দুস সালাম।  প্রফেসর ড.এম. সাইদুর রহমান খান এ দু’জন মানুষের এরূপ সু-চিন্তাকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য কামরুন রহমান খানসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সবশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনায় পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।