ড. মুহাম্মদ জাফর ইকবাল-এর উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন

ড. মুহাম্মদ জাফর ইকবাল-এর উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশ বরেণ্য শিক্ষাবিদ, জনপ্রিয় লেখক, গবেষক, বিজ্ঞানী ও মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ কন্ঠস্বর ড. মুহাম্মদ জাফর ইকবাল-এর উপর বর্বর হামলার প্রতিবাদে গত ১৩ ই মার্চ ২০১৮ রোজ মঙ্গলবার সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একটি মানববন্ধন কর্মসূচী গ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা, প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকম-লী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে “এ লজ্জা আমরা রাখবো কোথায়?” এ শ্লোগানকে সামনে রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।