গত ১৬-১৭ মার্চ ২০১৮ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেলো সিএসই বিভাগের প্রোগ্রামিং ক্লাব কর্তৃক আয়োজিত গিক’স কনটেস্ট ২০১৮। উক্ত অনুষ্ঠানের স্পনসর হিসেবে ছিল লাইসিয়াম কম্পিউটার। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানে ছিল প্রোগ্রামিং কন্টেস্ট, গণিত অলিম্পিয়াড, টাইপিং কন্টেস্ট এবং গেমিং কন্টেস্ট। প্রোগ্রামিং কন্টেস্টে বিজয়ী হয়েছে টিম রং এন্সার, গনিতে বিজয়ী হয়েছে আল মুক্তাদির মুনাম, টাইপিং কন্টেস্টে প্রথম স্থান অধিকার করেছে মোঃ ইউসুফ আলী এবং গেমিং কনটেস্ট এ চ্যাম্পিয়ন হয়েছে টিম নুব হান্টারস। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও সাবেক উপাচার্য রা:বি: অধ্যাপক এম. সাইদুর রাহমান খান। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলীসহ আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী প্রক্টর ফয়সাল ইমরান এবং আহ্বায়ক তকী আহম্মেদ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক এম. সাইদুর রাহমান খান বলেন, উক্ত অনুষ্ঠান শিক্ষার্থীদের মননশীল বিকাশে ও ব্যবহারিক কার্যে আরও আগ্রহী করে তুলবে, এ ধরণের অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও তিনি আশ্বাস প্রদান করেন।