ভারতের গুজরাটে অনুষ্ঠিত ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০১৮ তে অংশগ্রহন

ভারতের গুজরাটে অনুষ্ঠিত ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০১৮ তে অংশগ্রহন

ভারতের গুজরাটে অনুষ্ঠিত ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০১৮ তে অংশগ্রহন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। গত ০২ থেকে ০৬ মার্চ পর্যন্ত ভারতের গুজরাটে গণপাত ইউনিভার্সিটিতে  বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ১০টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষার্থী এবারের ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারষ্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এই ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মরিশাস, আফগানিস্তান ও মালদ্বীপের  শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরাদের নিয়ে ইউজিসির তত্ত্বাবধানে ৩২ সদস্যবিশিষ্ট একটি দল অংশগ্রহণ করে যার মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অন্যতম।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ সেমন্তীর নেতৃত্বে সিএসই বিভাগের দেবজ্যোতি হালদার দেব ও আফসানা জাহিন নাইস সহ মোট ৩ সদস্যের প্রতিনিধি দল এ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। শেখ সেমন্তী ও দেবজ্যোতি হালদার দেব লাইট ভোকাল, লোক গান, সমবেত সঙ্গীত এবং আফসানা জাহিন নাইস লোক নৃত্য পরিবেশন করে এবং সকলের নিকট প্রশংসিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ব্রাক ইউনিভার্সিটি, বিইউএফটি, সাউথইস্ট ইউনিভার্সিটি এর শিক্ষার্থীরা লাইট ভোকাল, লোক গান, সমবেত সঙ্গীত, ক্লাসিকাল গান, ক্লাসিকাল ড্যান্স, লোক নৃত্য সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ দল বেস্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড অর্জন করে।

Photo Gallery