গত ৮ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ৭ টায় রাজশাহী শহরের পদ্মা তীরবর্তী সিমান্ত সম্মেলন কেন্দ্রে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল হোসেন চৌধুরী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সেক্রেটারি জেনারেল এ. কে. এম কামরুজ্জামান খান সহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকগণ।
সভার শুরুতেই প্রধান অতিথি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন যারা প্রতিষ্ঠালগ্ন থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন । তিনি বলেন, মানসম্মত শিক্ষার বিস্তার এবং দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আর এ কর্মযজ্ঞের পুরোধা বা পথ প্রদর্শক হলেন সম্মানিত শিক্ষকগণ। একজন আদর্শ শিক্ষকই পারেন সমাজ গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিন বিশ্বব্যাপী আলো ছড়াবে, নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। নৈশভোজের মাধ্যমে এ মতবিনিময় সভার পরিসমাপ্তি ঘটে।