গত ১০ ই এপ্রিল ২০১৮ ইং তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তিন দিনব্যাপী ‘ভিডিও প্রডাকশন ফর জার্নালিজম’ শীর্ষক এক কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালাটি পরিচালনা করছেন যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান।
ভিডিওচিত্রের সঙ্গে গল্প বলার প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানের বিকাশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে বিভাগের ইনফোস্মিথস’ ল্যাব এই কর্মশালাটি আয়োজন করেছে। এতে অংশগ্রহণ করছে এই বিভাগের দুই ব্যাচের ২৪ জন শিক্ষার্থী।
এ-উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল হোসেন চৌধুরী, জার্নালিজম কমিউনিকেশন এবং মিডিয়া স্টাডিস বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম, সালমা জান্নাত উর্মী ও জোবায়দা শিরিন জ্যোতি।