নানাবিধ বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদ্যাপন

নানাবিধ বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদ্যাপন

আজ শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৪ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ। জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন ওড়িয়ে বাঙ্গালি বরণ করে এই দিনকে।
সকাল ৮.৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ফেস্টুন, প্ল্যাকার্ডসহ বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রধান ফটক হয়ে আবার কাজলায় ফিরে আসে। শিক্ষার্থীরা নানা ধরনের শ্লোগান দিয়ে শোভাযাত্রাটি আরো প্রাণচঞ্চল করে তোলে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম,  জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান, প্রক্টর শাহরিয়ার হোসেন তালুকদার সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।