গত ১৫ এপ্রিল ২০১৮, রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে সকাল ১০ টায় ঘটিকায় অগ্নি নির্বাপণ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মো. এনায়েত-উল-হক ও সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন যথাক্রমে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
উক্ত আলোচনা ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল হোসেন চৌধুরী, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দিন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও অফিস সহায়কগণ এই প্রশিক্ষণ গ্রহণ করেন।